শহরে নামতে চলেছে আরও ৫০টি নতুন ইলেকট্রিক বাস
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে পরিবহনে সুখবর বয়ে আনল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফোর্ট কর্পোরেশন (WBTC)। রাজপথে নামতে চলেছে আরও ৫০টি নতুন ইলেকট্রিক বাস। পরিবেশ দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। নিউটাউন, বলাকা ও শাপুরজি বাস ডিপো থেকে চলাচল করবে এই বাসগুলো। ইতিমধ্যে কলকাতা ও নিউটাউন মিলিয়ে চলাচল করছে প্রায় ৮০টি বিদ্যুৎচালিত বাস চলছে। সূত্রের খবর, ২০৩০ সালের মধ্যে ৫ হাজারটি ইলেকট্রিক বাস পথে নামানোর পরিকল্পনা নিয়েছে WBTC।
বর্তমানে রাজ্যে ইলেকট্রিক বাস চলছে ৮০টি এবং পথে নামবে আরও নতুন ৫০টি। সবমিলিয়ে এই মুহূর্তে ইলেকট্রিক এসি বাস পথে নামছে ১৩০টি। ইতিমধ্যেই বাসগুলো চালানোর জন্য পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, সরবরাহ, চার্জিং-সহ অন্যান্য বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফোর্ট কর্পোরেশন অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে।
Comments are closed.