Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

শহরে নামতে চলেছে আরও ৫০টি নতুন ইলেকট্রিক বাস

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে পরিবহনে সুখবর বয়ে আনল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফোর্ট কর্পোরেশন (WBTC)। রাজপথে নামতে চলেছে আরও ৫০টি নতুন ইলেকট্রিক বাস। পরিবেশ দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। নিউটাউন, বলাকা ও শাপুরজি বাস ডিপো থেকে চলাচল করবে এই বাসগুলো। ইতিমধ্যে কলকাতা ও নিউটাউন মিলিয়ে চলাচল করছে প্রায় ৮০টি বিদ্যুৎচালিত বাস চলছে। সূত্রের খবর, ২০৩০ সালের মধ্যে ৫ হাজারটি ইলেকট্রিক বাস পথে নামানোর পরিকল্পনা নিয়েছে WBTC।

- Sponsored -

বর্তমানে রাজ্যে ইলেকট্রিক বাস চলছে ৮০টি এবং পথে নামবে আরও নতুন ৫০টি। সবমিলিয়ে এই মুহূর্তে ইলেকট্রিক এসি বাস পথে নামছে ১৩০টি। ইতিমধ্যেই বাসগুলো চালানোর জন্য পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, সরবরাহ, চার্জিং-সহ অন্যান্য বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফোর্ট কর্পোরেশন অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.