ভবঘুরের অস্বাভাবিক মৃত্যু, পচে যাওয়া ঘা ঠুকরে খাচ্ছে কাক!

নিজস্ব সংবাদদাতা : ফের অমানবিক নজির হাওড়া হাসপাতালে। এক ভবঘুরে অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর পচে যাওয়া পা থেকে মাংস ঠুকরে ঠুকরে খাচ্ছে কাক! এমনই দৃশ্য দেখে হতবাক হাসপাতালে আসা রোগীর আত্মীয়-স্বজনরা। হাওড়া জেলা হাসপাতালের সুপার ডঃ নারায়ণ চট্টোপাধ্যায় জানান, ‘বিষয়টি জানার পরেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

রোগীর আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, হাওড়া হাসপাতাল চত্বরে দীর্ঘ দিন ধরে পড়ে ছিলেন ওই ভবঘুরে। চলাফেরার ক্ষমতাও ছিল না। পায়ের ঘা-সহ শারীরিক অসুস্থতা নিয়ে জেলা হাসপাতালের এদিক-ওদিক শুয়ে থাকতেন। লোকজন যা খাবার দিত, তা খেয়েই দিন চলে যেত। শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয়েছে বলেই অনুমান।
মৃত্যুর পর সেখানে গাছতলার নীচে তাঁর পায়ের অংশ ঠুকরে ঠুকরে খেতে দেখা গেল কাককে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “বেলা আড়াইটে থেকে ওইভাবেই পড়ে রয়েছেন। বিকেল চারটে নাগাদ দেখা যায় মৃতদেহের পায়ের ঘা ঠুকরে খাচ্ছে কাক।” এমন মর্মান্তিক দৃশ্য দেখে শিউরে উঠছেন রোগীর আত্মীয়-পরিজনেরা।
Comments are closed.