করোনায় প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস

নিজস্ব সংবাদদাতা : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার তৃনমূলের বিধায়ক সমরেশ দাস। ৭৬ বছর বয়সি বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে জীবনযুদ্ধ শেষ হয় সমরেশ দাসের।
এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বয়সজনিত কারণে অন্যান্য শারীরিক সমস্যা ছিল। হয়েছিল। সেখানে তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবস্থার অবনতি হতে থাকে। ২৪ জুলাই চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কো-মর্বিডিটির কারণে সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল চিকিৎসকদের কাছে। তারপর কলকাতার এক বেসরকারি হাসপাতালেও স্থানান্তরিত করা হয় তৃণমূল বিধায়ককে। আর সেখানেই সোমবার ভোর রাতে জীবনযুদ্ধ থেমে যায় তাঁর।
পূর্ব মেদিনীপুরের এগরা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক শ্রী সমরেশ দাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর নিকটাত্মীয় ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) August 17, 2020
বর্ষীয়ান বিধায়কের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় মু্খ্যমন্ত্রী বলেন, ‘বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পূর্ব মেদিনীপুরের এগরা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি সমরেশ দাসের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
Comments are closed.