সাতসকালেই সংসদের অ্যানেক্স ভবনে আগুন, ৭ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদাতা, নয়াদিল্লি : সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ পার্লামেন্ট হাউসের অ্যানেক্স বিল্ডিংয়ে ৬ তলার ৬ নম্বর ঘরে হঠাৎই আগুন লাগে। এদিন সকালে অ্যানেক্স বিল্ডিংয়ে ধোঁয়া দেখেন সংসদের নিরাপত্তাকর্মীরা। আগুন লাগার খবর পেয়ে প্রথমে যায় দমকলের ৫টি ইঞ্জিন, পরে আরও ২টি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুধুমাত্র ৬ নম্বর ঘরেরই কিছুটা অংশের ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। হতাহতের কোনও খবর নেই।
Comments are closed.