Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে দেশজুড়ে শ্রদ্ধার্ঘ্য, ভিডিয়ো-কোলাজে স্মরণ মোদির

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন সকালেই নয়াদিল্লিতে বাজপেয়ীর স্মৃতিসৌধ ‘সদৈব অটল’-এ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রয়াণ দিবসে বাজপেয়ীর পুরনো ছবির কোলাজ দিয়ে ট্যুইটে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ মিনিট ৪৯ সেকেন্ডের কোলাজ ভিডিয়োতে অটলবিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবনযাত্রার নানা মুহূর্তের কথা নিজেরই ভাষ্যপাঠে তুলে ধরেছেন মোদি। ট্যুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘অটলজির পুণ্যতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। জাতির অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের কথা ভারত সবসময় স্মরণ করবে। সাংসদ, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ভূমিকায় বাজপেয়ীর ভূমিকা অতুলনীয়। তাঁর নেতৃত্বেই ভারত পরমাণু শক্তিধর হয়েছিল।’’

- Sponsored -

ট্যুইটে প্রধানমন্ত্রী আরও বলেন, “অটলজির চুপ করে থাকাটা অনেক বেশি শক্তিশালী ছিল। সংসদেও তিনি মৃদুভাষী ছিলেন। মানুষ তাঁর নীরবতা থেকে বার্তা পেয়ে যেতেন।”

প্রধানমন্ত্রী তাঁর ভিডিয়ো ফুটেজে অটলজির জীবনের পুঙ্খানুপুঙ্খ কোলাজ তৈরি করলেও ঠাঁই পায়নি ২০০২ সালের গোধরা পরবর্তী ভয়াবহ হিংসার কথা। সে সময় অটলবিহারী বাজপেয়ী তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাজধর্ম’ পালন করার পাঠ দিয়েছিলেন। যা কোনওভাবেই এই ভিডিয়ো কোলাজে রাখেননি নরেন্দ্র মোদি।

বাজপেয়ীর প্রয়াণ দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানো হয় দেশজুড়ে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.