চা-চক্রে যোগ না দেওয়ায় মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপালের

শোভাঞ্জন দাশগুপ্ত
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ‘আমার মাথা লজ্জায় নীচু হয়েছে। যা কোনও রাজ্যে হয়নি সেটা এই রাজ্যে হয়েছে। স্বাধীনতা দিবসের দিন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, আর সেটাও জাতীয় পতাকা উত্তোলন করা নিয়ে। এটা জাতীয় পতাকার অসম্মান করা হল। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে।’ চাঁছাছোলা ট্যুইট করে ক্ষোভ উগরে দিলেন ধনকর।
The vacant seat meant for CM @MamataOfficial at celebration of Independence Day at Raj Bhawan speaks volumes -has created unwholesome situation that is not in sync with rich culture and ethos of WB. There is just no rationale for this unbecoming stance. pic.twitter.com/w0vLBOXTCc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 15, 2020
৭৪তম স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠান সেরে সকালেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে। প্রতিবছর প্রথামাফিক স্বাধীনতা দিবসের দিন রাজভবন একটি চা-চক্রের আয়োজন করে থাকে বিকালের দিকে। সেই চা-চক্রে বিকালে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বলেই সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। সে কথা মুখ্যমন্ত্রীই সাংবাদিকদের জানান। বিকেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে রাজ্যপাল যে মোটেই ভাল চোখে দেখেননি, তা তাঁর ট্যুইট-বার্তা থেকেই উপলব্ধি করা যায়।
রাজ্যপাল তাঁর ট্যুইটার হ্যান্ডেলে চা-চক্রে মুখ্যমন্ত্রীর ফাঁকা চেয়ারের ছবি পোস্ট করেন। তোপ দেগে ধনকর বলেন, ‘ফাঁকা আসনটি থেকেই স্পষ্ট বোঝা যায়, কতটা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। যা বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও নৈতিকতার সঙ্গে খাপ খায় না।’
Comments are closed.