শারীরিক অবস্থার অবনতি, অতি সংকটে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
নিজস্ব সংবাদদাতা : অতি সংকটজনক চেতন চৌহান। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিন্তায় চিকিৎসকেরা। গত মাসেই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন লখনউয়ের সঞ্জয় গান্ধি পিজিআই হাসপাতালে। এদিকে করোনামুক্তির আগেই শুক্রবার থেকে কিডনির সমস্যায় ভুগতে শুরু করেন এই প্রাক্তন ভারতীয় ওপেনার।
রক্তচাপ স্বাভাবিক ছিল না চেতন চৌহানের। এমনকী ৭২ বছর বয়সি ক্রিকেটারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় পরে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এখনও করোনা থেকে সেরে ওঠেননি চেতন চৌহান। তারওপর ভেন্টিলেশনে রয়েছেন তিনি। সবমিলিয়ে বেশ চিন্তায় রয়েছে তাঁর পরিবারও।
উল্লেখ্য সাতের দশকে সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ান ডে খেলেছেন। ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করেননি তিনি। এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছেন তিনি। অথচ টেস্টে দুহাজারের বেশি রান করেছেন তিনি। ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। সুনীল গাভাসকারের সঙ্গে জুটিতে ১০ বার একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তিনি।
Comments are closed.