করোনা আবহে খুঁটিপুজো কলকাতায়, শুরু পুজোর গন্ধ

নিজস্ব সংবাদদাতা : কলকাতা মানেই দুর্গাপুজো। বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব বলে পরিচিত। যদিও তেমন ভাবে এই বছর সাড়ম্বরে কলকাতা জুড়ে আর দেখা যাবে না দুর্গা পুজোর আয়োজন। কারণ করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ যেমন ঘরবন্দি হয়েছেন, তেমনিও দুর্গাপুজো উদ্যোক্তারা কমিয়েছে পুজোর বাজেট।
শনিবার ‘ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি’ স্বাধীনতা দিবসের দিনে তাদের খুঁটিপুজো সেরে ফেললেন। এদিন ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘স্বাধীনতার পতাকা উড়বে আকাশে, পুজোর গন্ধ বাতাসে। এই বছরের দুর্গাপুজোর এমনই ভাবনা নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক। এবছর আমরা পুজোটা করছি পুরোপুরি সরকারিবিধি মেনে। আমাদের বিশ্বাস মা দুর্গা করোনাসুরকে বধ করবেন।’
ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি স্বাধীনতা দিবসে এদিন জাতীয় পতাকা তুললেন ড্রােনের মাধ্যমে। লকডাউন চলাকালীন টানা দু’মাস খাদ্যবিলি করেছেন এলাকায়। এদিনের অনুষ্ঠানে খুঁটিপুজোর পাশাপাশি মানুষজনদের মাস্ক এবং এলাকার প্রতিটি বাড়িতে স্যানিটাইজেশনের কাজও করেছে এই সংগঠনটি। করোনা আবহে ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রেখেছে। যদি কোনও এলাকাবাসীর করোনা সঙ্কটকালে অক্সিজেনের প্রয়োজন হয়, তবে অবশ্যই সংগঠনে যোগাযোগ করতে পারেন।
Comments are closed.