আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মাহির
সৌরভ রায়
স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিংহ ধোনি। শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সন্ধ্যা ৭ টা ২৯ মিনিটে ধোনি লেখেন, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’ নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি জওয়ানি হ্যায়’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল। যদিও আইপিএল-এ তিনি খেলবেন বলে জানা গিয়েছে।
২০১৪-য় টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর আজ ৭৪তম স্বাধীনতা দিবসের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন। ধোনি-যুগ এক স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতীয় ক্রিকেটে। কারণ, তিনিই একমাত্র অধিনায়ক যাঁর অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে।
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
৩৫০ একদিনের ম্যাচে রান করেছেন ১০ হাজার ৭৭৩। ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফসেঞ্চুরি। গড় ৫০.৫৭। ৯৮ টি-২০ ম্যাচে রান ১ হাজার ৬১৭। বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার পরে তিনিই দ্বিতীয় উইকেটকিপার যাঁর একদিনের ক্রিকেটে ১০ হাজার রান আছে।
চুপিসারে ব্যাড-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে ধোনি আসলে তাঁর সমালোচকদেরই জবাব দিল। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই ভারতের এই প্রাক্তন অধিনায়ককে নিয়ে নিরন্তর জল্পনা চলছিল। দেশের জার্সি গায়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে ঠান্ডা মাথার মাহি যে ভাবে পরামর্শ দিতেন তাঁর সহকর্মীদের, ঠিক সেভাবেই ঠান্ডা মাথায় বিদায় দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। স্বাধীনতা দিবসে অবসরের কথা ঘোষণা করে আজ সত্যিই ক্রীড়াজগৎকে ভারাক্রান্ত করলেন ক্যাপ্টেন কুল।
Comments are closed.