রেড রোড থেকে সোজা রাজভবনে মমতা, সাক্ষাৎ ধনকরের সঙ্গে
নিজস্ব সংবাদদাতা : রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলেই সোজা রাজভবনে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোয় রাজনৈতিক মহলে শোরগোল, তবে কি সংঘাত-আবহ কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী এদিন দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে। প্রথা অনুযায়ী প্রতিবার ১৫ অগস্ট বিকেলে রাজভবনে চা চক্রের অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের নেতানেত্রীরা যোগ দিয়ে থাকেন।
এবছর সেই অনুষ্ঠানে বিকেলে আসতে পারব না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে সাংবাদিকদের বলেন, ‘বিকেলে আসতে পারব না, তাই দেখা করে রাজ্যপালের সঙ্গে গল্প করে গেলাম। একেবারেই সৌজন্য সাক্ষাৎ।’ যদিও রাজভবন সূত্রে দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয় দুই প্রশাসনিক প্রধানের মধ্যে। এদিন রাজভবনে খুবই স্বল্প সময় অতিবাহিত করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.