Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, করোনা যোদ্ধাদের সম্মান

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহের মধ্যেই রেড রোডে যথাযথ মর্যাদায় পালিত হল দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন রেড রোডের অনুষ্ঠান থেকে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, নার্স, পুলিশকর্মী, সাফাইকর্মী ও আশাকর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা।

প্রতিবছরের থেকে এবারের অনুষ্ঠান ছিল একটু আলাদা। কারণ করোনা আবহে সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব। স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে।

- Sponsored -

খুব অল্প সময়ের অনুষ্ঠান। ৯টা ৪৫ নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন কলকাতা পুলিশ। এরপর ১০টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে এবার দর্শকশূন্য এলাকা, নামমাত্র ট্যাবলো। সেখানে ছিল মাত্র ৪টি ট্যাবলো। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে বাজানো হয় কোভিড জয়ের গান– ‘করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো’। এই নিয়েই এবারের স্বাধীনতা দিবস উদযাপন। একটি ট্যাবলো পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর। আরেকটি তথ্য ও সংস্কৃতি দফতরের ‘বাংলা মোদের গর্ব’। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাস্ক বিলি সংক্রান্ত বিষয়ে ২টি ট্যাবলো। এবারের স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন ২৫ জনকে সংবর্ধিত করেন।

মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রীদের মধ্যে একমাত্র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন লোকায়ুক্ত অসীম রায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আমলারা। রেড রোডের গোটা অনুষ্ঠানটা এদিন পরিচালনা করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.