Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্বাধীনতা দিবসের আগেই ফের রক্তাক্ত উপত্যকা, শহিদ ২ পুলিশকর্মী

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসের আগের দিনই ফের রক্তাক্ত উপত্যকা। শ্রীনগর-নওগাম বাইপাসের উপর সকাল সাতটা নাগাদ পুলিশের কনভয়ের উপর হামলা চালাল একদল জঙ্গি। ঘটনায় দু’জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জখম এক পুলিশকর্মী। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগের দিন নিরাপত্তা খতিয়ে দেখতেই টহল দিচ্ছিল পুলিশ।  নওগাম এলাকায় পুলিশের কনভয় যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সাথে সাথে পাল্টা হামলা চালায় নিরাপত্তারক্ষীরা। তিন পুলিশকর্মী গুরুতর জখম হলে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই গোটা শ্রীনগরজুড়ে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। জনবহুল স্থানগুলিতে চলছে তল্লাশি।

- Sponsored -

ট্যুইট করে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘নওগাম বাইপাসের কাছে পুলিশের একটি দলের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তিনজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের চিকিৎ‌সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দুজ’ন শহিদ হন। গোটা এলাকাকে ঘিরে রেখেছে পুলিশ। পরবর্তী আপডেটের জন্য লক্ষ্য রাখুন।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.