করোনা-যুদ্ধে জয়ী কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার নায়ার
বেঙ্গল ফাস্ট : করোনা-যুদ্ধে জয়ী কর্নাটকের তারকা ব্যাটসম্যান করুণ নায়ার। তিনি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের গুরুত্বপূর্ণ সদস্য। করুণ গত মাসে কোভিড ১৯-এর জন্য পরীক্ষা করেছিলেন, তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। গত ৮ তারিখ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও করোনা আক্রান্ত হওয়ার পর ১৪ দিন সেল্ফ আইসোলেশনে ছিলেন তিনি।
সুস্থ হয়ে গেলেও আইপিএলে যোগ দিতে হলে বোর্ডের নিয়ম মেনে তাঁকে আরও তিনবার করোনা পরীক্ষা করাতে হবে। তিনবারের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দিতে পারবেন। আগামী ২০ অগস্ট করুণ নায়ারের কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএল খেলতে রওনা দেওয়ার কথা। গত দুই মরসুমেও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে সফল ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছেন করুণ নায়ার।
Comments are closed.