Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্পোর্টস ডে উদযাপন ইস্টবেঙ্গল ক্লাবে, আইএসএল-এর সম্ভাবনায় লাল-হলুদ কর্তা

সৌরভ রায়

১৩ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সর্বময় কর্তা দীপক (পল্টু) দাসের জন্মদিন উপলক্ষে লাল-হলুদ ক্লাবে পালিত হল স্পোর্টস ডে। শতবর্ষের ক্রীড়া দিবসে ক্লাবে পতাকা উত্তোলন থেকে লাল-হলুদ বেলুনে সাজানো ক্লাব। ক্লাবের মূল দরজায় বসল স্যানেটাইজিং টানেল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে বাইচুং ভুটিয়া, সম্বরণ বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক ক্রীড়া ব্যক্তিত্ব।

- Sponsored -

তবে ক্লাবের ইনভেস্টরের নাম বা আইএসএল খেলা নিয়ে কোনও সুখবর শোনাতে পারলেন না লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। যদিও এখনও সম্ভাবনা শেষ হয়নি জানালেন তিনি। ফলে এখনও আইএসএল নিয়ে স্বপ্ন দেখছেন লাল-হলুদ সমর্থকরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.