Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত বিশিষ্ট ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত

বেঙ্গল ফাস্ট : বিশিষ্ট ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাশগুপ্তের জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। বুধবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালে প্রয়াত হন তিনি। বেশকিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এই বিশিষ্ট ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গুণগ্রাহীদের মধ্যে।

- Sponsored -

বঙ্গীয় সাহিত্য পরিষদের বিষ্ণুপুর শাখার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাশগুপ্ত। রাঢ় বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন এই ঐতিহাসিক। বাংলার পুরাতত্ত্বের বিষয়ে বহু প্রবন্ধ লিখেছেন তিনি৷ রয়েছে বেশ কয়েকটি গবেষণা গ্রন্থও৷ রাঢ় বাংলার আরেক খ্যাতিমান পুরাতত্ত্ববিদ ও গবেষক প্রয়াত মাণিকলাল সিংহের সঙ্গে একযোগে বহু পুরাতাত্ত্বিক মূর্তি, পুঁথি সংগ্রহ করেছেন চিত্তরঞ্জনবাবু৷ এর পাশাপাশি বিষ্ণুপুরের সঙ্গীত ঘরাণাকে বাঁচিয়ে তুলতেও তাঁর অবদান অনস্বীকার্য।

তথ্য ও ছবি ঋণ : আকাশবাণী সংবাদ কলকাতা

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.