নেট দুনিয়ায় ভাইরাল, পুলিশ আধিকারিকের মাথার উকুন বাছতে ব্যস্ত বাঁদর
বেঙ্গল ফাস্ট : পুলিশ আধিকারিকের মাথার উকুন বেছে দিতে ব্যস্ত একটা বাঁদর। বড়বাবুর কাঁধে বসে দেদার মজায় কাজে ব্যস্ত বাঁদরবাবাজি। একে একে দায়িত্ব নিয়ে উকুন বাছতে মগ্ন সে। এমনই এক ভিডিয়ো নিজের ট্যুইটারে শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ।
Boss of the boss 😎
(This is illegal. Hope the law keepers take it to its logical conclusion) pic.twitter.com/fVL6Tq2lRF
— Susanta Nanda IFS (@susantananda3) August 13, 2020
ভিডিয়োয় দেখা যাচ্ছে একের পর এক পাতা উল্টে যাচ্ছেন ওই পুলিশ আধিকারিক। অবশ্যই মাঝেমধ্যে জিভে হাত দিয়ে পাতা ওল্টাচ্ছেন। ব্যামো বলতে এইটুকুই। আর ট্যুইটারে সেই পোস্ট দেখে জনৈক অর্ণব দে-র মন্তব্য, কাজের মধ্যে লোকটার জিভে হাত দেওয়ার ঘটনা সত্যিই দৃষ্টিকটু। ওই পেপারগুলো ওনার পরে আরও অনেক জনের কাছে যাবে। এই করোনা মহামারীর সময়ে যা অত্যন্ত অনুচিত। এবং পোষ্যটি সম্পর্কে বলতে হয় সে মালিকের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।’ কেউ কেউ তো আবার বলেছেন, ‘মাল্টি টাস্কিং। একসাথে পেপার ওয়ার্ক আর উকুন বাছা।’
Comments are closed.