Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এখনও সংকটজনক প্রণব মুখোপাধ্যায়, ভুয়ো খবরে বিরক্ত পুত্র-কন্যা

নিজস্ব সংবাদদাতা : সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে। বর্তমানে তাঁর হৃদ‌যন্ত্রের কাজ, রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এদিকে বুধবার রাত থেকে সোশ্যাল মিডিয়ার গুজব ছড়িয়ে পড়ে ৮৫ বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। খবরের সত্যাসত্য যাচাই না করে দ্রুত ফোন আসতে থাকায় বিরক্ত হয়ে পড়েন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ও কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পুত্র অভিজিৎ ট্যুইট করে জানান, প্রণববাবু জীবিত আছেন। পাশাপাশি মৃত্যুসংবাদের গুজব ছড়ানোয় সাংবাদিকদের ওপরেও ক্ষোভ উগরে দেন তিনি। অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটে লেখেন, ‘আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন এবং তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল। সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত সাংবাদিক যে পূর্বাভাস ও ভুয়ো খবর ছড়িয়েছেন তাতে এটা স্পষ্ট যে ভারতের সংবাদমাধ্যম ভুয়ো খবরের কারখানা হয়ে গিয়েছে।’

- Sponsored -

বাবার মৃত্যুর গুজব খবরে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। ট্যুইটে তিনি লেখেন, ‘বাবাকে নিয়ে করা গুজব খবর সর্ব্বৈব মিথ্যা। সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, আমাকে ফোন করবেন না। কারণ হাসপাতাল থেকে খবর পাওয়ার জন্য আমার ফোনটা খালি রাখা দরকার।’

৮৫ বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতি সোমবার ভর্তি হন দিল্লির সেনা হাসপাতালে। সেখানে তাঁর অন্যান্য শারীরিক অবস্থার চিকিৎসার মাঝেই ধরা পড়ে করোনা। সে খবর ট্যুইট করে জানিয়েও দেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায়। তারপর তাঁর অবস্থার অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করতে হয়। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে চলে যান। প্রাক্তন রাষ্ট্রপতির অতি সংকটজনক অবস্থার কথা ছড়িয়ে পড়তেই দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে যজ্ঞ ও প্রার্থনা শুরু করেন গুণমুগ্ধরা। বীরভূমের মিরিটিতেও প্রিয় ‘পল্টু’র জন্য পুজোপাঠ শুরু হয়েছে।

পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার খোঁজখবর রাখছেন দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে রাজনৈতিক নেতানেত্রীরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজে ফোনে কথা বলেছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে। হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন রাজনাথ সিংও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.