Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নিয়ম ভেঙে ফের বিতর্কে পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ

সৌরভ রায়

বুধবার আবার একটি ছবি ট্যুইট করে ঝামেলায় পড়লেন পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজ (Mohammad_Hafeez)। এদিন সকালে সাউদাম্পটনের হোটেল লাগোয়া একটি গল্‌ফ কোর্সে এক বয়স্ক মহিলার সঙ্গে ছবি ট্যুইট করে হাফিজ লেখেন, ‘নব্বইয়ের বেশি বয়সি এক তরুণীর সঙ্গে দেখা হয়ে গেল! যে একটি স্বাস্থ্যকর জীবন কাটাচ্ছে।’এই ট্যুইট ছড়িয়ে পড়ার পরে প্রশ্ন ওঠে, কী করে হাফিজ বাইরের কারও কাছাকাছি যেতে পারেন। কারণ ইংল্যান্ডে আসার আগে পাক বোর্ডের করা প্রাথমিক করোনা পরীক্ষায় ‘পজিটিভ’এসেছিল হাফিজের রিপোর্ট। তারপরে তিনি ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করিয়ে সেই ‘নেগেটিভ’রিপোর্টের ফল সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিতর্কে জড়ান। যদিও এরপর তিনি ইংল্যান্ডে খেলতে আসার অনুমতি পান। তবে ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে ফের সেল্ফ নিভৃতবাসে যেতে হল এই পাকিস্তানি অলরাউন্ডারকে।

- Sponsored -

রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, টিম ম্যানেজমেন্ট হাফিজকে নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁর আবার করোনা পরীক্ষা হবে। যার ফল ‘নেগেটিভ’এলে তবেই নিভৃতবাস উঠবে।

হাফিজের ট্যুইট দেখে পরিষ্কার, তিনি দু’মিটার দূরত্বে থাকার নিয়ম মানেননি। তাই দলের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে হাফিজকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও ঘটনার কথা জানানো হয়েছে। এর আগে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় জোফ্রা আর্চারকে এক টেস্টের জন্য নির্বাসিত করেছিল ইসিবি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.