দর্শকশূন্য মাঠেই খেলা হোক, আর্জি তিন প্রধানের

সৌরভ রায়
দর্শকশূন্য মাঠে খেলতেও সমস্যা নেই। কিন্তু খেলা শুরু হোক। এমনটাই জানাল কলকাতার তিন প্রধান ক্লাব। বুধবার সেক্রেটারিয়েট ভবনে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার কলকাতায় আইলিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে। এই দুটি লিগ শেষ হতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা লিগ ফেব্রুয়ারি মাসের আগে শুরু করা সমস্যা আছে। ক্রীড়ামন্ত্রী জানান, “কবে খেলা শুরু করা যায় তাই নিয়ে তিন প্রধানের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত জানতে চাইলাম। ওরা বলছে দর্শকশূন্য মাঠে খেলতে সমস্যা নেই। আমি পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।”
এদিকে আইলিগের দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতির সুযোগ পাবে মহমেডান ও ভবানীপুর ক্লাব। এ মাসের ২২ তারিখ থেকে অনুশীলনের অনুমতি পেল এই দুই ক্লাব। এছাড়াও এআইএফএফের প্রতিযোগিতাগুলিকে সবরকম ভাবে সাহায্য করবে রাজ্য সরকার।
Comments are closed.