টানা পাঁচ দিন অচল হবে ব্যাংক, ২৮ অগস্টের সম্পূর্ণ লকডাউনে ‘না’ নবান্নের
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ফের লকডাউনের দিন পরিবর্তন। ২৮ অগস্টের লকডাউনে ‘না’ রাজ্যের। নবান্নের পূর্ব ঘোষণা মতো অগস্ট মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবার (২৭ অগস্ট) ও শুক্রবার (২৮ অগস্ট) লকডাউন ছিল। তারপরের লকডাউন ছিল সোমবার (৩১ অগস্ট)। মাঝে শনিবার ও রবিবার দুই দিন পড়ে যাওয়ায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে টানা ব্যাংক বন্ধে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে বিষয়টি উত্থাপন করে বিভিন্ন বণিকসভাও। টানা ব্যাংক বন্ধ থাকলে ব্যবসায়িক নানা ক্ষয়ক্ষতির মুখে পড়বে রাজ্যের মানুষ। সেই আবেদনে সাড়া দিয়ে ২৮ অগস্টের সম্পূর্ণ লকডাউন তুলে নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে নবান্ন। তবে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকছে ২০, ২১, ২৭ ও ৩১ অগস্ট।
বারবার লকডাউনের দিন পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধীরা বলছেন, এর পিছনে রাজ্য সরকারের কিছু অভিসন্ধি আছে। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এর প্রতিষ্ঠা দিবস। জেনেবুঝেই দিন পরিবর্তন করা হয়েছে। বিজেপির রাহুল সিনহার অভিযোগ, ‘রাজনৈতিক কারণেই বারবার বদল করা হচ্ছে লকডাউনের দিন’। ‘বার বার দিন পরিবর্তন করে প্রহসন এবং প্রতারণা করেছে রাজ্য সরকার’, বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মতে, ‘রাজ্যে তুঘলঘি শাসন চলছে। মানুষকে গিনিপিগ হিসাবে ব্যবহার করছে রাজ্য সরকার’। এছাড়াও বিরোধীদের অভিযোগ বারবার দিন পরিবর্তন করলে রাজ্যের মানুষ অসুবিধার মধ্যে পড়ছে।
Comments are closed.