করোনা মোকাবিলায় ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করে করোনা সংক্রমণ নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলাঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।
এদিনের ভার্চুয়াল বৈঠকে একজোটে লড়াই চালিয়ে গেলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের উদ্দেশে বলেন, “দেশে মোট সংক্রামিতের ৮০ শতাংশই এই ১০ রাজ্যে। একজোট হয়ে লড়াই করলে জয়ও সুনিশ্চিত হবে।”
Had an extensive interaction on the COVID-19 situation with Chief Ministers of 10 states. CMs highlighted the efforts by their respective Governments to tackle the pandemic.
— Narendra Modi (@narendramodi) August 11, 2020
এরই পাশাপাশি ‘টেস্ট, ট্রেসিং এবং ট্রিটমেন্ট’-এর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ট্রিপল টি’ ফর্মুলার কথা তুলে ধরে তিনি আরও বেশি করে পরীক্ষা ও চিকিৎসার উপর নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রীদের। একই সঙ্গে কারও পজিটিভ ধরা পড়লে ৭২ ঘণ্টার মধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের যদি চিহ্নিত করে টেস্ট ও আইসোলেট করা যায় তাহলে দ্রুত ফল পাওয়া যাবে বলেও মতপ্রকাশ করেন নরেন্দ্র মোদি।
দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৫ পৌঁছেছে। মোট আক্রান্তের ৬৯ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে বাকি দেশগুলির তুলনায় ভারতের মৃত্যুর হারও বেশ কম বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায়। সুস্থতা ও মৃত্যুর হার উল্লেখ করে এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “কোভিড মোকাবিলায় দেশ সঠিক দিশা নিয়ে এগোচ্ছে।”
Comments are closed.