বিসিসিআই-এর ঘরোয়া টুর্নামেন্টের দিন ঘোষণা, বাতিল একাধিক টুর্নামেন্ট
সৌরভ রায়
আইপিএল শেষ হতেই শুরু হয়ে যাবে বিসিসিআই-এর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার ২০২০-২০২১ মরসুমের ঘরোয়া ক্রিকেট সিরিজের দিন ঘোষণা করল বিসিসিআই। ১০ নভেম্বর শেষ হচ্ছে আইপিএল। এরপরই ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এরপরই ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। চলবে ১০ মার্চ পর্যন্ত। এছাড়াও অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর থেকে। চলবে ৯ মার্চ পর্যন্ত। আর অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি শুরু হবে ১ নভেম্বর থেকে। চলবে ২২ জানুয়ারি ২০২১ পর্যন্ত। মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু ১৭ মার্চ ২০২১। টি-২০ লিগ শুরু ১ নভেম্বর।
তবে করোনা পরিস্থিতির কারণে পরের মরসুমে ঘরোয়া লিগ শুরু হতে দেরি হওয়ায় বেশ কিছু টুর্নামেন্ট বাতিল করেছে বিসিসিআই। পরের মরসুমে অনুষ্ঠিত হবে না দিলীপ ট্রফি, দেওধর ট্রফি ও বিজয় হাজারে ট্রফি। তবে করোনা পরিস্থিতি অনুসারে প্রয়োজনে ক্রীড়াসূচিতে বদল আনা হতে পারে বলে জানিয়েছে বিসিসিআই।
Comments are closed.