বামপন্থী ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনগুলির অবস্থান-বিক্ষোভ মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা : আবারও পথে নেমে বিভিন্ন দাবিতে প্রতিবাদে সামিল হল বামপন্থী দলসমূহ ও গণসংগঠনগুলি। রবিবার সকালে ভারত ছাড়ো আন্দোলন শুরুর দিনকে সামনে রেখে বিভিন্ন দাবিতে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে বামপন্থী ট্রেড ইউনিয়নসমূহ ও বিভিন্ন গণসংগঠনগুলির যৌথ উদ্যোগে অবস্থান, বিক্ষোভ ও প্রতিবাদ সভা ও “দেশ বাঁচাও” দিবস কর্মসূচি অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের গান্ধিমূর্তির পাদদেশে।
যেসব দাবিকে সামনে রেখে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় সেগুলো হল, অবিলম্বে করোনা প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক সদর্থক পদক্ষেপ গ্রহণ করা, রেল, কয়লা, খনি-সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ না করা, শ্রমআইন বদল না করা, লকডাউনে কাজ হারানো সমস্ত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কমপক্ষে মাসিক ভাতার ব্যবস্থা করা, সাধারণ শ্রমিকদের পাশাপাশি পরিযায়ী শ্রমিক-সহ অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান, লকডাউনকালীন সময়ে বিদ্যুৎ বিল না নেওয়া, শহর ও গ্রামে ন্যূনতম ২০০ দিন কাজের ব্যবস্থা করা, করোনা ও আমফান ত্রাণে দলবাজি ও দুর্নীতি রোধ করা-সহ একাধিক দাবিতে এদিনের কর্মসূচি থেকে উত্থাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কীর্তি দে বক্সী, মেঘনাদ ভুঁইয়া, সুকুমার আচার্য, দিলীপ নায়েক, প্রণব চক্রবর্তী, গঙ্গাধর বর্মণ-সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
Comments are closed.