দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৪ হাজার ৩৯৯, বিশেষ নজরে বাংলার ৫ জেলা

নিজস্ব সংবাদদাতা : দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৩৯৯ জন। দেশে মোট আক্রান্ত বেড়ে হল ২১ লক্ষ ৫৩ হাজার ১০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪ লক্ষ ৮০ হাজার ৮৮৪ জন। ভারতে সুস্থতার হার ৬৮.৭৮ শতাংশ। এই মূহূর্তে দেশে অ্যাক্টিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৮ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৬১ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৩৭৯ জন। দেশে মৃত্যুহার ২.০১ শতাংশ।
করোনা সংক্রমণে দেশে প্রতিদিনের মতোই শীর্ষে মহারাষ্ট্র। মারাঠাভূমে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার ২৬২ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯২ জন। সংক্রমণে পিছিয়ে নেই তামিলনাড়ুও। এখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ২৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৯০ জন। অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৬ হাজার ৯৬০ জন। মৃত ১ হাজার ৮৪২ জন। কর্নাটকে আক্রান্তের সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক। এখানে আক্রান্ত বেড়ে ১ লক্ষ ৬৪ হাজার ৯২৪ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯৮ জন। কেজরিওয়ালের দিল্লিতেও আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭২৩ জন। মৃত্যু বেড়ে হয়েছে ৪ হাজার ৮২ জন।
এরই পাশাপাশি সারাদেশের অন্য রাজ্যগুলিতেও যথারীতি করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। আক্রান্ত বাড়ছে কেরল, তেলাঙ্গানা, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অসমের মতো রাজ্যগুলিতে।
এদিকে যথারীতি পশ্চিমবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। আক্রান্ত বেড়ে হল ৯২ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৬৫ হাজার ১২৪ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৮৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫ জন।
এদিকে করোনা সংক্রমণে মৃত্যু হার বাড়ার ফলে পশ্চিমবঙ্গের ৫ জেলাকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ওই ৫ জেলা হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং মালদা।
Comments are closed.