Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকেই এলাকার খোঁজ করোনা আক্রান্ত বিধায়কের

মহুয়া দুয়া

শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী (Jatu Lahiri)-র শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কয়েকদিনের চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জটু লাহিড়ীর, এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসক। তবে হাসপাতালের বেডে শুয়েই নিজের দায়িত্ব সামলাচ্ছেন এই জনপ্রিয় বিধায়ক। মোবাইলে ফোন করে আপ্তসহায়কের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন তাঁর বিধানসভা এলাকার পরিস্থিতি। দিচ্ছেন পরামর্শও। দ্রুত বাড়ি ফিরে সমাজসেবায় নামতে চান এই প্রবীণ বিধায়ক। জটুবাবুর এই ধরনের জনসংযোগই তাঁর জনপ্রিয়তার ইউএসপি। রোদ, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে তাঁর একমাত্র উদ্দেশ্য জনসেবা করা। রাজনীতিকমহলে জটু লাহিড়ী এমন একজন মানুষ, যাঁর কাজের প্রশংসা করেন সাধারণ মানুষ থেকে বিরোধী সকলেই।

- Sponsored -

গত সোমবার রক্তচাপ নেমে যাওয়ায় স্থানীয় আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসলে বছর ৮৫-র এই দাপুটে বিধায়ককে স্থানান্তরিত করা হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে।

টানা পাঁচবারের বিধায়ক জটু লাহিড়ী ১৯৯১ এবং ১৯৯৬ সালে জয়ী হন কংগ্রেস প্রার্থী হিসেবে। মাঝে শুধু ২০০৬ সালে ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্যের কাছে হেরে যান শিবপুর কেন্দ্র থেকে। তারপর ২০১১ ও ২০১৬ সাল ফের জিতে আসেন তিনি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.