দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ হাজার ৫৩৭, সুস্থতার হার ৬৮.৩২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা : দেশে করোনা সংক্রমণের বৃদ্ধি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ৫৩৭ জন। এর ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৩৩ জনের। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫১৮ জনের। দেশে মৃত্যুহার ২.০৩ শতাংশ। এরই পাশাপাশি দেশে সুস্থতার হার ৬৮.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ২৭ হাজার ৫ জন। করোনায় এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসারত রোগীর সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৮৮ জন।
দেশের মধ্যে যথারীতি করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৭৯২ জনের। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। মোট আক্রান্তের সংখ্যা তামিলনাড়ুতে ২ লক্ষ ৭৯ হাজার ১৪৪। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৭১ জনের। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৭৮৯ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৩ জনের। এরই পাশাপাশি দেশে চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২৫৪। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯৭ জনের। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৫৩১। মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৯ জনের।
এরই পাশাপাশি দেশের অন্য রাজ্যগুলিতেও করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। আক্রান্ত বাড়ছে গুজরাত, কেরল, তেলাঙ্গানা, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অসমের মতো রাজ্যগুলিতে।
এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা যাচ্ছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১২ জন। আক্রান্ত বেড়ে হল ৮৯ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯৫৪ জন।
Comments are closed.