করোনা আক্রান্ত ছাড়াল ২০ লক্ষ, একদিনে আক্রান্তের নিরিখে এক নম্বরে ভারত

নিজস্ব সংবাদদাতা : দেশে করোনা সংক্রমণ পেরল ২০ লক্ষ। গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৫৩৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত। এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে গোটা বিশ্বের মধ্যে ফের এক নম্বরে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৪ জন। এর পাশাপাশি দেশে মোট আক্রান্তের প্রায় ৬৮ শতাংশই সুস্থ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। দেশে মোট সু্স্থ হয়েছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন মানুষ।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। এ নিয়ে দেশে মোট ৪১ হাজার ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশে এই মুহূর্তে মৃত্যুর হার ২.০৫ শতাংশ।
দেশের মধ্যে মহারাষ্ট্র করোনা পরিস্থিতিতে জেরবার। সেখানে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে মোট আক্রান্ত বেড়ে ৪ লক্ষ ৭৯ হাজার ৭৭৯ জন। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৬ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন, আর মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭১ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ২৩২ জন। মৃতের সংখ্যা ৪ হাজার ৫৯ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৭৮৯ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৮১ জন। এরই পাশাপাশি কর্নাটকেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখানে মোট আক্রান্ত ১ লক্ষ ৫৮ হাজার ২৫৪ জন। মৃতের সংখ্যা ২ হাজার ৮০৪ জন।
এরই পাশাপাশি সারাদেশের অন্য রাজ্যগুলিতেও যথারীতি করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। আক্রান্ত বাড়ছে কেরল, তেলাঙ্গানা, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অসমের মতো রাজ্যগুলিতে।
এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা যাচ্ছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫৪ জন। আক্রান্ত বেড়ে হল ৮৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯০২ জন।
Comments are closed.