হ্যান্ডসেক বিতর্কে পাক অধিনায়ক, লড়াকু মেজাজে বাবর
সৌরভ রায়
দফায় দফায় বৃষ্টিপাত ও আকাশ মেঘলা থাকায়, মাঠে আলোর অভাবে বারবার বন্ধ করে দিতে হয় খেলা। ফলে বুধবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে টেস্টের প্রথম দিনে মাত্র খেলা হল ৪৯ ওভার। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক আজহার আলি। তবে এদিন মাঠে টস করতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন পাক অধিনায়ক আজহার আলি। কারণ এদিন ওল্ড ট্রাফোর্ডে টসের মুহূর্তে এদিন করোনাবিধি নিয়ে আজহার সাবধান হতে ভুলে যান। টসের মুহূর্তে প্রতিপক্ষের অধিনায়ক জো রুটের সঙ্গে তিনি হ্যান্ডসেক করে ফেলেন। আর তাই নিয়ে স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
প্রথমে ব্যাটিং করতে নেমে জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের সুইংয়ের সামনে নাজেহাল হয়ে পড়েন পাক ওপেনাররা। দ্রুত আউট হয়ে ফিরে যান আবিদ আলি ও অধিনায়ক আজহার আলি। এরপর দক্ষ হাতে ম্যাচের ভার নিজেদের কাঁধে তুলে নেন পাক তারকা ব্যাটসম্যান বাবর আজম ও শান মাসুদ। নিজের অর্ধশতরান করে দিনের শেষে ৬৯ রানে অপরাজিত রয়েছেন বাবর। অন্যদিকে ৪৬ রানে অপরাজিত মাসুদ। দিনের শেষে পাক স্কোর বোর্ডে রয়েছে ২ উইকেটে ১৩৯।
Comments are closed.