রামমন্দিরের ভিতপুজোয় রাজভবনে দীপ জ্বলবে, ট্যুইট বার্তা ধনকড়ের
নিজস্ব সংবাদদাতা : বুধবার ৫ অগস্ট অযোধ্যায় ভূমিপূজনের দিকে তাকিয়ে গোটা দেশ—— “কী হয়, কী হয়” ভাব! এরই মধ্যে কিছুক্ষণ আগে একটি ট্যুইট করে নতুন এক বিতর্ক তৈরি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
ট্যুইটে রাজ্যপাল লিখেছেন :
“আগামিকাল অযোধ্যায় ভূমিপূজন অনুষ্ঠানের মধ্য দিয়ে রামমন্দির নির্মাণের সূচনা হতে চলেছে।
“সারা দুনিয়াজুড়ে কোটি-কোটি মানুষের আনন্দ-উচ্ছ্বাস! স্বপ্ন সত্যি হতে চলেছে!
“রাজভবনে এর উদযাপন করব দিয়া (দীপ) প্রজ্জ্বলনের মাধ্যমে।
“সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এই পথকে প্রশস্ত করেছে।”
Bhoomi Pujan ceremony tomorrow at Ayodhya to mark the beginning of the construction of Ram Mandir.
Joy and ecstasy amongst millions all over globe- a dream come true.
Will celebrate at Raj Bhawan with lighting of ‘diyas’.
Historic Supreme Court judgment paved the way.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 4, 2020
গত প্রায় সাড়ে তিন দশকে এই রামমন্দির নিয়ে দেশজুড়ে বহু বিতর্ক, আন্দোলন, রক্তপাত, প্রতিবাদ লাগাতার হয়ে চলেছে। সুপ্রিম কোর্টের রায়ে মন্দির নির্মাণের জট হয়তো খুলেছে, কিন্তু এ-নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে দেশবাসীর একাংশের মধ্যে, যা এখনও প্রশমিত হয়নি। এমতাবস্থায় আমাদের এই ধর্মনিরপেক্ষ দেশে এক রাজ্যের সাংবিধানিক প্রধান কী ভাবে এই উচ্ছ্বাসে গা ভাসাতে পারেন এবং রাজভবনে এর উদযাপন করতে পারেন, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে রাজ্য সরকার বিজেপি-র অসন্তোষ সত্ত্বেও আগামিকাল লকডাউন-এ অনড় আছে, সেই আবহে রাজ্যপালের এই “অদ্ভুত” সিদ্ধান্ত এক নতুন বিতর্ক ও সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
Comments are closed.