আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বর্ষণে ভাসবে বাংলা
নিজস্ব সংবাদদাতা : উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হওয়ায় রাজ্যজুড়ে শুরু বৃষ্টিপাত। নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ায় মূলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। গত কয়েকদিনের প্যাঁচপ্যাচে গরম থেকে আপাতত স্বস্তি পেলেও বঙ্গবাসীর চিন্তার কারণ থাকছে যথেষ্টই। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৫ অগস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়।
সুন্দরবন এবং দিঘা উপকূলে প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ভারী বৃষ্টিপাতের জেরে মৎস্যজীবীদের আগামী দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতায়। বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই পাম্পিং স্টেশনগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে কলকাতা পুর বোর্ড।
Comments are closed.