Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৫৩ হাজার

নিজস্ব সংবাদদাতা : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত প্রায় ৫৩ হাজার। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন সূত্রে জানা গেছে, ৩ অগস্ট সোমবার সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৬৯৫ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯৭২ জন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৩৫৭ জন। মোট আক্রান্তের ৩২.১২ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।

- Sponsored -

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে প্রায় ৪৮ হাজার ও প্রায় ২৬ হাজার। সংক্রমণের সংখ্যার বিচারে আতঙ্ক বাড়িয়ে ওই দুই দেশকে পিছনে ফেলল ভারত। তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্বে করোনায় মৃত্যু হার সবথেকে কম ভারতে। তার সঙ্গে সঙ্গতি রেখে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বাড়ছে।

সংখ্যার বিচারে দেশের মধ্যে মহারাষ্ট্রে সবথেকে বেশি মানুষ করোনা আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ২২৮ জন। তবে স্বস্তির খবর, গত এক দিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৭৪। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬১৩ জন। মৃত্যু হয়েছে ৪১৩২ জনের। আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে এসেছে অন্ধ্রপ্রদেশ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ১৪৭৪ জনের। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৭ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৪ জনের। পাঁচ নম্বর রাজ্য হিসেবে কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৮১৯ জন। মৃত্যু হয়েছে ২৪৯৬ জনের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.