‘শরীর থাক দূরে, হৃদয় যাক জুড়ে’, অভিনব রাখিবন্ধন উত্তর কলকাতায়
দামিনী দাশ
প্রধান অতিথি গাছ। বিশেষ অতিথিও গাছ। আম, জাম, কাঁঠালের ‘হাতে’ রাখিবন্ধন করলেন বিশেষ ছেলে-মেয়েরা। রকমারি ফুল গাছ থেকে বাহারি পাতার গাছের সারিতে রাখি বাঁধা হল। আসলে ‘শরীর থাক দূরে, হৃদয় থাক জুড়ে’ এই মন্ত্রেই করোনা পরিস্থিতিতে রাখিবন্ধন উৎসব পালন করল ‘সংবেদন’-এর সদস্যরা।
উত্তর কলকাতার হরিসভা প্রাঙ্গণে ১০০ গাছের সমাহারে পালিত হল রাখিবন্ধন উৎসব। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা সমিত সাহার মতে, ‘মহামারী পরিস্থিতিতে সকলে ঘরবন্দি। দূরত্ববিধি মেনে তাই এবছর রাখিবন্ধন উৎসব হাতে হাতে নয়, গাছে গাছে।’ সম্প্রতি আমফান ঘূর্ণিঝড়ের পর প্রকৃতির অনেকটাই ক্ষতিগ্রস্ত। তাই গাছ লাগানোর বার্তাও দিলেন উদ্যোক্তারা। সমিত সাহা আরও জানালেন, ‘প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন আরও দৃঢ় হবে। পাশাপাশি উৎসবের মাধ্যমে মানুষের কাছে এই বিশেষ দিনে এক বার্তাও পৌঁছে দেওয়া গেল।’ অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরাও ছিলেন। আর সেখানেই সামাজিক দূরত্বে গাছে গাছে রাখি বন্ধন পালন করলেন মানুষজন।
Comments are closed.