Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনায় আক্রান্ত অমিত শাহ, আরোগ্য কামনায় মমতা-রাহুল

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালিটি  হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সূত্রের খবর, যারা সেখানে সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ চলছে এবং মন্ত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদের সেল্প-আইসোলেশনে পাঠানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ থাকায় আমি পরীক্ষা করিয়েছি, এবং রিপোর্টে পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ভাল, তবে চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হই। আমি সবাইকে অনুরোধ করব, যাঁরা কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সেল্ফ আইসোলেশনে থাকুন এবং পরীক্ষা করান।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্যুইটের পরপরই তাঁর দ্রুত আরোগ্য কামনায় রাজনৈতিক মহল। অমিত শাহর করোনা পজিটিভ খবর পেয়ে ট্যুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মমতা লেখেন, ‘ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমার প্রার্থনা ওঁর এবং পরিবারের জন্য।’

- Sponsored -

অমিত শাহর অসুস্থতার খবর পেয়ে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ট্যুইটে রাহুল লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন অমিত শাহ।’

ট্যুইট করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ পাশাপাশি ট্যুইট করে দ্রুত আরোগ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী থেকে রাজনৈতিক নেতা-নেত্রীবৃন্দ।

এদিকে করোনা ধরা পড়ায় আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই থাকতে পারবেন না তিনি। সেক্ষেত্রে অযোধ্যার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হবে নাকি তাঁকে ছাড়াই হবে তা সময়ই বলবে।

অন্যদিকে, আজই করোনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর। রবিবার সকালে লখনউতে সঞ্জয় গান্ধি স্মারক হাসপাতালে মৃত্যু হয় কমল রানি বরুণ নামে ওই মন্ত্রীর। গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। ৯ দিন হাসপাতালে ছিলেন তিনি। রবিবার শিবরাজ জানান, সুস্থ রয়েছেন তিনি। তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতও করোনা আক্রান্ত বলে জানিয়েছে চেন্নাইয়ের কাবেরী হাসপাতাল, সেখানেই ভর্তি রয়েছেন তিনি। এককথায় করোনা বেশ জাঁকিয়ে বসেছে দেশের রাজনৈতিক মহলে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.