এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘ভিঞ্চি দা’

সুনাসীর চক্রবর্তী
গতবছর এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড এবং লন্ডন ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবের পর এবার বার্সেলোনা যাচ্ছে সৃজিতের ‘ভিঞ্চি দা’। চলতি বছর স্পেনের বন্দরনগর বার্সেলোনায় বসতে চলেছে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই প্রদর্শিত হবে পরিচালক সৃজিত মুখার্জির সাসপেন্স থ্রিলার ‘ভিঞ্চি দা’। সম্প্রতি ট্যুইট করে এই খবর নিজেই জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। পাশাপাশি এই সাফল্যের জন্য ‘ভিঞ্চি দা’ টিমের সকলকেই ধন্যবাদ জানান সৃজিত।
‘ভিঞ্চি দা’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন ও সোহিনী সরকারকে। একজন প্রস্থেটিক মেক-আপ শিল্পী ‘ভিঞ্চি দা’-কে ঘিরে গল্পের সূত্রপাত। যিনি নিজের লড়াই চালাচ্ছেন বেঁচে থাকার জন্য। কিন্তু হঠাৎ করেই তাঁর হাতে চলে আসে এক অদ্ভুত কাজের সুযোগ। সেই কাজের সূত্র ধরেই তিনি জড়িয়ে পড়েন সিরিয়াল কিলার আদি বোসের সঙ্গে। সেখান থেকে কীভাবে পাল্টে যায় তাঁর জীবনের গতিপথ এই নিয়েই দানা বেঁধেছে ২০১৯-এর এই সাসপেন্স থ্রিলারের চিত্রনাট্য। অফবিট ছবি হলেও ২০১৯-এ সাফল্যের বিচারে টলিউডের সব ছবিকে পিছনে ফেলে দিয়েছিল ‘ভিঞ্চি দা’। পেয়েছিল সেরা ছবির তকমাও। এবার বিদেশি দর্শকের মন জয় করতে পারে নাকি সৃজিতের ভিঞ্চি দা, সেটাই এখন দেখার।
ছবি ঋণ : ইন্টারনেট
Comments are closed.