হাওড়ায় সংক্রমণ ঊর্ধ্বমুখী, ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রামকৃষ্ণ মঠ ও মিশন। ২ অগস্ট রবিবার থেকে মূলত সংক্রমণের আশঙ্কা, সুরক্ষার কথা মাথায় রেখেই মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছ কর্তৃপক্ষ। শনিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ জানান মঠ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা।
লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল মঠ। টানা ৮২ দিন লকডাউনের কারণে বন্ধ থাকার পর ১৫ জুন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। মঠে প্রবেশের ক্ষেত্র মাস্ক ও স্যানিটাইজার-সহ সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বলবৎ করা হয়। যদিও বেলুড় মঠে দর্শনের অনুমতি কেবলমাত্র দেওয়া হয়েছিল রামকৃষ্ণদেবের মূল মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের সমাধি-মন্দির। ৬ ফুট দূরত্ব অন্তর দাগ কেটে নির্দিষ্ট পথ তৈরি করা হয়েছিল প্রবেশদ্বার থেকে মূল মন্দির পর্যন্ত।এতকিছু বিধিনিষেধ মেনে মঠ খোলা হলেও হাওড়ার করোনা পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ এড়াতেই অনির্দিষ্টকালের জন্য ফের মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
Comments are closed.