হাওড়ার সাঁতরাগাছিতে জটিল হচ্ছে করোনা পরিস্থিতি
নিজস্ব সংবাদদাতা : ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্ত প্রায় ৭০ হাজারের কাছাকাছি। মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বগামী। মৃত দেড় হাজার ছাড়িয়েছে। রাজ্যের মধ্যে হাওড়ায় আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছে রাজ্য প্রশাসনকে। ৩০ জুলাই রাজ্য স্বাস্থ্য দফতরেরর হেলথ বুলেটিন অনুযায়ী রিপোর্ট, হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ১৯৭ জনের। যদিও এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৭ জন।
এহেন অবস্থায় হাওড়ার সাঁতরাগাছির ৪৬ নং ওয়ার্ডের মন্দিরপাড়া ও সুলতানপুর অঞ্চলে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ার ফলে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। এলাকার মোটামুটি ১০ জন পজিটিভ রোগীর মধ্যে তিনজন ইতিমধ্যেই মৃত এবং তা খুব অল্পদিনের ব্যবধানে। সম্ভবত গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়েছে। পাশাপাশি এলাকার মানুষজনদের কাছেও সতর্কতা অবলম্বন করার আহ্বান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখা হয়েছে, ‘আনুপাতিক হার মোটেও সুবিধাজনক নয়। মোড়ে মোড়ে আড্ডা এবার অন্তত বন্ধ হোক। মাস্ক এবার অন্তত ঠিকঠাক ব্যবহার হোক। শারীরিক ভাবে সামাজিক দূরত্ব এবার অন্তত মেনে চলা যাক। এবং এইসবই সবাই মিলেই করা যাক। এখনো যদি ঠিকমত না করা যায়, এলাকায় মড়ক লাগতে আর বেশিদিন লাগবে না বলে আশঙ্কা হচ্ছে। এলাকার মানুষ জনের কাছে আরো একবার বিনীত নিবেদন, ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন। এবং ভেবেই সতর্কতা অবলম্বন করুন। এবং অন্যকে সতর্ক হতে বলুন।’
অন্যদিকে আজ মন্দিরপাড়া এলাকায় হাওড়া পুর নিগমের উদ্যােগে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ও আশপাশের এলাকা স্যানিটাইজ করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘এলাকার চৌরঙ্গী মোড়, রেমন গেট ও সুলতানপুরের বেশ কিছু এলাকায় মানুষ দিন-রাত অযাচিত ভাবে ঘুরে বেড়ায়। কোনওরকম সরকারি বিধিনিষেধ না মেনেই। মাস্ক থাকলে তা থুতনিতে বা পকেটে। দূর থেকে পুলিশকে দেখলে লুকোচুরি খেলা। এরা জানে না কী ভুল করছে জীবন নিয়ে!’
https://www.facebook.com/sandip.dey.7737769/posts/2424554537843145
৪৬ নং ওয়ার্ডের মন্দিরপাড়া ও সুলতানপুর অঞ্চল সাঁতরাগাছি থানা এলাকার মধ্যে।লকডাউন পরিস্থিতিতে উল্লেখযোগ্যভাবে সাফল্যের সঙ্গে কাজ করেছে সাঁতরাগাছি থানা। করোনা আক্রান্ত হতে হয়েছে পুলিশকর্মীদেরও। রাজ্য প্রশাসন বারবার সতর্ক হতে বললেও বহু মানুষই তা মেনে চলছেন না। এবার আরও কড়া পদক্ষেপ নিক প্রশাসন, আবেদন এলাকাবাসীদের।
Comments are closed.