ইস্টবেঙ্গলের নয়া কোচ ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তা

সৌরভ রায়
বুধবার মোহনবাগান দিবসের দিনেই আগামী মরসুমের জন্য গোয়ার ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তার নাম কোচ হিসেবে ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো মালয়েশিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। আইএসএলে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-রও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ দলেরও কোচ ছিলেন তিনি। সহকারী কোচের দায়িত্ব সামলেছেন বাংলাদেশের শেখ রাসেল ক্লাবেরও।
লাল-হলুদের নয়া কোচ এদিন জানান ‘ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ও ঐতিহ্যশালী দল। এই কারণেই দায়িত্ব নিলাম। আমার লক্ষ্য ইস্টবেঙ্গলের হয়ে যত বেশি সম্ভব ট্রফি জেতা।’
Happy to Announce pic.twitter.com/LzKLSpDexV
— SC East Bengal (@sc_eastbengal) July 29, 2020
তবে মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলের আগামী মরসুমে আইএসএলে খেলার সম্ভাবনা শেষ হয়ে যেতেই, দ্রুত কোচের নাম ঘোষণা করে দিলেন ক্লাব কর্তারা। শনিবার ইস্টবেঙ্গল দিবসের আগেই এএফসি-প্রো লাইসেন্স উত্তীর্ণ নয়া কোচের নাম জানিয়ে দলের প্রতিষ্ঠা দিবস থেকেই পরের মরসুমের পরিকল্পনা শুরু করবে লাল-হলুদ।
Comments are closed.