Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভারতের মাটি ছুঁল বহু প্রতীক্ষিত রাফাল, আম্বালায় সদর্প প্রথম পদার্পণ

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

বুধবার, দেশ জুড়ে করোনা ভাইরাস এবং লকডাউনের আবহেই ভারতের মাটিতে পৌঁছাল বহু প্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান। এদিন আম্বালার মাটি হয়ে প্রথম ভারতের মাটি ছুঁল বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই যুদ্ধবিমান। বিকেলে আম্বালার মাটি ছুঁতেই জল কামানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ফ্রান্সের দাসো সংস্থার তৈরি করা এই যুদ্ধবিমানের প্রথম পাঁচটিকে। ৭ হাজার কিলোমিটার পথ পেরিয়ে আকাশপথের এই হানাদারকে পথ দেখিয়ে নিয়ে এল দুটি সুখোই ৩০ এমকেআই।

আম্বালায় রাফালের অবতরণের ভিডিয়ো ট্যুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংস্কৃত শ্লোক তুলে ধরে মোদি লেখেন, ‘রাষ্ট্ররক্ষাসম পুণ্য, রাষ্ট্ররক্ষাসম ব্রতম, রাষ্ট্ররক্ষাসম যজ্ঞ, দৃষ্টো নৈব চ নৈব চ। নভ: স্পৃশ দীপ্তম…স্বাগতম।’

- Sponsored -

নয়া গোল্ডেন অ্যারোজকে স্বাগত জানিয়ে ভারতীয় বায়ুসেনার তরফে টুইটে বলা হয়েছে, ‘গোল্ডেন অ্যারোজকে তার গৃহে স্বাগত।’ অক্ষতভাবেই এই বিমান ভারতের মাটি ছুঁয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

একটি নয়, রাফাল ভারতে পৌঁছাতে একাধিক টুইট করেন উচ্ছসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমাদের সেনাবাহিনীতে, রাফাল কমব্যাট যু্দ্ধবিমান পৌঁছানোর ফলে এক নয়া যুগের সূচনা হল। একাধিক ক্ষমতাসম্পন্ন এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলবে।’

২০১৬-র ২৩ সেপ্টেম্বর ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থা দাসোর সঙ্গে ভারত সরকারের ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মোট ৫৯ হাজার কোটি টাকার চু্ক্তি হয়। এদিন সেই চুক্তির প্রথম কিস্তির বিমান পৌঁছাল ভারতে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.