Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অটোরাজ : লকডাউনে ছন্দকাটার খেলা যাদবপুরে

তরুণ দে

সম্পূর্ণ লকডাউন। রাস্তাঘাট শুনশান। বন্ধ সব দোকানপাট। কিন্তু একি! রাস্তায় অটো, রয়েছে যাত্রীও। কোনও প্রান্তিক জেলার অলিগলি নয়, এই হলুদ-সবুজ অটোর ছবি শহর কলকাতার।

- Sponsored -

বুধবার বেলা বাড়তেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি, শহরের রাস্তার মোড়ে মোড়ে তখন পুলিশ পিকেটিং। কিন্তু থোড়াই কেয়ার! একটু বৃষ্টি কমতেই আর পাঁচটা সাধারণ দিনের মতোই রাস্তায় অটো নিয়ে বেরিয়ে পড়লেন চালক। জুটে গেল যাত্রীও। সুকান্ত সেতুর ওপর যখন এমন ছবি ফ্রেমবন্দি করতে তৎপর সাংবাদিকরা, তখন আরও গতি বেড়ে গেল অটোর। একটু এগিয়ে এসে সুলেখা মোড়ে দেখা মিলল আরও একটি অটোর। তাতেও এক মহিলা যাত্রী বসে রয়েছেন! কোথায় যাবেন? লকডাউনে বেরিয়েছেন কেন? একাধিক প্রশ্ন করা হলেও নিশ্চুপ থাকলেন দুজনেই। কিছু দূরেই পুলিশ পিকেটিং, সেখান দিয়েই দিব্যি বেরিয়ে গেল অটোটি।

জরুরি পরিষেবা ছাড়া লকডাউনে বন্ধ সবকিছুই। বাজার-হাট পরিবহন পরিষেবা, এমনকী বিমানবন্দরও। তা সত্ত্বেও সকাল থেকেই এদিন জেলায় জেলায় উঠে এসেছে লকডাউন ভঙ্গের একাধিক ছবি। কোথাও পুলিশের নির্দেশে মানুষকে ওঠবস খেতে হয়েছে, কোথাও আবার আটক হতে হয়েছে। লকডাউন করা সত্বেও করোনা সচেতনতায় সাধারণ মানুষের হুঁশ যে ফেরেনি, তা বারবার প্রমাণ হয়েছে। তারপরও লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষই একজোট হয়ে কাজ করছেন। কিন্তু শহর কলকাতার যাদবপুরে পুলিশের সামনেই যাত্রীবাহী অটোর ছবি যেন সাধারণ মানুষ থেকে প্রশাসনের যাবতীয় প্রচেষ্টায় কালি ছিটিয়ে দিল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.