Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জুলাইয়ের তৃতীয় লকডাউনে স্তব্ধ রাজ্য, নজিরবিহীন তৎপরতা পুলিশের

বেঙ্গল ফাস্ট : তৃতীয় লকডাউনে বুধবারও রাজ্যজুড়ে ফুটে উঠল দু’দিন আগের ছবি। কার্যত ছুটির মেজাজে কাটাল গোটা রাজ্য। এদিনও লকডাউন করতে পুলিশের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও চলেছে ব্যাপক পুলিশি টহল। অকারণে বাড়ির বাইরে বের হলেই উপযুক্ত শাস্তি। ব্যারিকেড তৈরি করে যান নিয়ন্ত্রণ ছাড়াও পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথিও। বিনা প্রয়োজনে বের হলে ফেরত পাঠানো হচ্ছে। চলছে ধরপাকড়ও।

সকাল থেকেই কড়া নজরদারি কলকাতা জুড়ে। গিরিশ পার্ক থেকে এসপ্ল্যানেড, বেহালা থেকে বেলেঘাটা,  বাইপাস থেকে চিড়িয়ামোড়, টালা থেকে টালিগঞ্জ— সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। শহর কলকাতার অলিগলিতে চলেছে ড্রোন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি। কোথাওবা বাহিনী নিয়ে হাজির উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। মাস্ক না পরার অভিযোগে এবং লকডাউনে আইন অমান্য করার জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোটর সাইকেলও।

- Sponsored -

বড়বাজার, পোস্তা, ক্যানিং স্ট্রিট, ডালহাউসি, মানিকতলা, বউবাজার, যদুবাবু বাজার, গড়িয়াহাটের মতো এলাকাতেও এদিন রাস্তাঘাট ছিল জনমানবশূন্য। শুনশান রয়েছে পার্ক সার্কাস মোড়। লোকের দেখা মেলেনি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও।

শহর কলকাতার মতো জেলা শহরগুলির মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। দক্ষিণবঙ্গের হাওড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়াও ছিল শুনশান। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া কার্যত দেখা মেলেনি যানবাহনের। দিল্লি রোড, বম্বে রোডেও ছিল পুলিশ পিকেটিং। হাওড়া ময়দানের কাছে টিকিয়াপাড়া এলাকায় বেলিলিয়াস রোডে ড্রোনের মাধ্যমে বিশেষ নজর চালায় পুলিশ। পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহারেও কড়া হাতে লকডাউন সামলেছেন পুলিশকর্মীরা।

জুলাই মাসের কমপ্লিট লকডাউনের পরেই অগস্টে শুরু হবে ৭ দফার কমপ্লিট লকডাউন। গতকালই নবান্নে ঘোষণা করেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ পুরোপুরি লকডাউন হবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.