Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, একদিনে আক্রান্ত ৪৮ হাজারের বেশি

বেঙ্গল ফাস্ট : দেশে করোনা ভয়াবহতা ক্রমশই জাঁকিয়ে বসছে। ফের একদিনে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। দেশে সুস্থতার হার ৬৪ শতাংশের বেশি। গোটা দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ৮৮ হাজার ২৯ জন।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ হাজার ১৯৩ জন।

- Sponsored -

দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মারাঠাভূমে। মহরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৭২৩ জন। মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪ হাজার ১৬৫ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২ লক্ষ ২৭ হাজার ৬৮৮ জন। এখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৯ জনের। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লি থাকলেও আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ২৭৫ জন। রাজধানীতে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৮১ জনের। কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১ লাখ ০১ হাজার ৪৬৫ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫৩ জনের। যোগী রাজ্য উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৪৯৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৬ জনের। পাশাপাশি পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এখানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৮৩০ জন। মারা গিয়েছেন ১ হাজার ৪১১ জন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.