অগস্টে কমপ্লিট লকডাউন ৭ দিন, লকডাউন হচ্ছে না ২ ও ৯ অগস্ট
বেঙ্গল ফাস্ট : অগস্ট মাসে ৯ দিনের কমপ্লিট লকডাউন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও রাতেই সংশোধন করে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক ট্যুইট করে জানাল, ধর্মীয় অনুষ্ঠানের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষের ভাবাবেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগস্ট লকডাউন হচ্ছে না । বাকি দিনগুলি অপরিবর্তিত থাকছে। সুতরাং ৯ দিন নয়, ৭ দিনের জন্য কমপ্লিট লকডাউনের বিজ্ঞপ্তি দিল রাজ্য প্রশাসন। এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে অগস্ট মাসের লকডাউনের তারিখ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩ এবং ২৪ ও ৩১ অগস্ট কমপ্লিট লকডাউন থাকবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাখি পূর্ণিমার পাশাপাশি বকরি ইদ ও স্বাধীনতা দিবসকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। রাখি পূর্ণিমা ও বকরি ইদের দিন কমপ্লিট লকডাউন হচ্ছে না। তবে প্রতিদিনের মতোই সকাল ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন যেমন চলছিল জারি থাকবে। পাশাপাশি যে ৮ জেলায় করোনা সংক্রমণ বেশি সেখানে আইএএস পদমর্দাদার অফিসারদের নিয়ে টিম গড়ে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টেস্টিং বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ১৬-১৭ হাজার করে প্রতিদিন টেস্ট হচ্ছে বাংলায়। পরবর্তীতে অ্যান্টিজেন টেস্ট চালু হলে দ্রুত রিপোর্ট পাওয়া যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/592757574757201/
এদিনের সাংবাদিক বৈঠকে টেলি মেডিসিনের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে টোল ফ্রি নং চালু করা হয়েছে। ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নং ফোন করলে ২৪ x ৭ চিকিৎসা পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Respecting the sentiments of the people we are withdrawing complete lockdown announcement for 2 August and 9 August(2/2)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 28, 2020
করোনা সংক্রমণ ঊধ্বমুখী থাকায় আপাতত ৩১ অগস্ট পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেপ্টেম্বরে শিক্ষক দিবসের পর থেকে পুজো পর্যন্ত নিয়ম মেনে এক দিন অন্তর স্কুল কলেজ খোলার কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.