ক্রিকেটের নন্দনকাননে প্রস্তুত কোয়ারেন্টাইন সেন্টার
বেঙ্গল ফাস্ট : ক্রিকেটের নন্দনকানন ঐতিহ্যের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য রাজ্য সরকারকে আহ্বান করেছিল সিএবি। দেরিতে হলেও সেই আহ্বানে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। সেই মতো গোটা মাঠ ঘুরে দেখেলন পুলিশ আধিকারিকরা। স্টেডিয়ামের ই, এফ, জি এবং এইচ ব্লকের গ্যালারিতে কোভিড রোগীদের জন্য বেড রাখার বন্দোবস্ত করা হয়েছে। ই এবং এফ ব্লকে সংশ্লিষ্ট কাজ প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। দ্রুতই সেখানে করোনা রোগী রাখার ব্যবস্থা করা হবে।
করোনা রোগীদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্স যে প্রস্তুত সোমবার সেই ভিডিও প্রকাশ করা হয় সিএবির পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে ইডেনের ই ও এফ ব্লকের গ্যালারির নীচের অংশে একাধিক বেড রাখা হয়েছে। যা কার্যত মিনি হসপিটালেরই রূপ নিয়েছে।
Comments are closed.