Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘বিনামূল্যে চাই না রেশন, চাকরি চাই সঙ্গে বেতন’, আওয়াজ অরণ্য শহর ঝাড়গ্রামে

বেঙ্গল ফাস্ট : ২০২১ বিধানসভা ভোটের আগে নতুন এসএসসি-র মাধ্যমে নবম-দ্বাদশ শিক্ষক নিয়োগ করতে হবে, এই মর্মে সোমবার ঝাড়গ্রাম জেলার জেলা শিক্ষাদফতরে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচারস জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। পশ্চিম মেদিনীপুরের পর প্রতিবেশী জেলা ঝাড়গ্রামের বি.এড পাস বেকার যুবক-যুবতীরা তাই বসে থাকতে পারলেন না। সংগঠনের তরফে কয়েক দফা দাবি-সহ স্মারকলিপি জমা দেওয়া হল মিছিল সহকারে।

- Sponsored -

শিক্ষক হতে চাওয়ার স্বপ্ন বুকে নিয়ে অরণ্যশহরের বুকে মিছিলে পা মেলালেন প্রায় চল্লিশ জন বেকার যুবক-যুবতী। ঝাড়গ্রাম থানার পুলিশের সহযোগিতায় শহরের রবীন্দ্র পার্ক থেকে শুরু হয়ে ঝাড়গ্রাম জেলা-শহরের হৃৎপিণ্ড পাঁচমাথার মোড় পেরিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর পর্যন্ত এই প্রতিবাদী পদযাত্রা হয়।  প্রত্যেক সদস্যদের হাতে ছিল প্ল্যাকার্ড। স্লোগান উঠল– ‘বিনামূল্যে চাই না রেশন, চাকরি চাই সঙ্গে বেতন’।   সংগঠনের মূল দাবিগুলি হল, ২০২১ বিধানসভা ভোটের আগে নবম-দ্বাদশ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত প্যানেল করতে হবে, প্রতিবছর এসএসসি নিতে হবে, আনঅফিসিয়াল গেজেটিয়ারটি পর্যালোচনা করে শুধুমাত্র বিষয়ভিত্তিক পরীক্ষা নিতে হবে এমসিকিউ সিস্টেমে, প্রতিটি পরীক্ষার্থীর জন্য কার্বন কপির ওএমআর শিটের ব্যবস্থা করতে হবে এবং প্রতি বছর এসএসসি পরীক্ষা চালু রাখতে হবে।

২০২০-র অগস্টের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে ২০২০-এর ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷   সংস্থার তরফে এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন আহ্বায়ক সত্যজিৎ দাস, হিমাংশু দাস এবং পাপিয়া দাস।ডিআই বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানাবেন বলে সংগঠনকে আশ্বস্ত করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই বিষয়ে সরকার কোনও সদর্থক পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.